Sealdah News: শিয়ালদা ইএসআই হাসপাতালে আগুন, দ্রুত সরানো হল রোগীদের। ABP Ananda Live

Sealdah News: শিয়ালদহ ESI হাসপাতালে আগুন, দমবন্ধ হয়ে মৃত্যু এক রোগীর দাবি পরিবারের, শিয়ালদহ ই এস আই হাসপাতালে আগুন, দমবন্ধ হয়ে মৃত্যু এক রোগীর দাবি পরিবারের। হাসপাতালের মেল্ সার্জারি বিভাগে আগুন, ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন। রোগীদের মধ্যে ছড়াল আতঙ্ক।

আরও খবর, চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক কুণাল ঘোষের । মধ্য কলকাতায় কুণাল ঘোষের সঙ্গে একঘণ্টা বৈঠক। বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণালের বৈঠক ঘিরে জল্পনা । জুনিয়র ডাক্তারদের অনশন তুলতে রফাসূত্র খুঁজতেই বৈঠক বলে মনে করা হচ্ছে। অভয়া পরিক্রমা, দ্রোহের কার্নিভালের পর এবার গণস্বাক্ষর অভিযান। ফের ম্যাটাডোর আসতে বাধা দিচ্ছে পুলিশ, অভিযোগ জুনিয়র ডাক্তারদের। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবার ন্যায় বিচার যাত্রা । শনিবার সোদপুর থেকে ধর্মতলা ন্যায় বিচার যাত্রার ডাক জুনিয়র ডাক্তারদের । নাগরিক সমাজকে ন্যায় বিচার যাত্রায় যোগ দেওয়ার ডাক জুনিয়র ডাক্তারদের। কলকাতা থেকে জয়নগর, কৃষ্ণনগর, শনিবার রাজ্যজুড়ে নির্যাতন-খুনের প্রতিবাদ। ডাঃ অনিকেত মাহাতোকে দেখার জন্য ৫ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়। তারা একসঙ্গে মিলে তাঁর চিকিৎসা করে', বললেন হসপিটালের CCU ইনচার্জ । হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনিকেত মাহাতো। অনিকেতের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিদ্ধান্ত। টানা অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিকেত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola