Narendrapur : দুর্যোগের কলকাতায় মৃত্যুমিছিল, নরেন্দ্রপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও ১জনের মৃত্যু !

ABP Ananda LIVE : দুর্যোগের কলকাতায় মৃত্যুমিছিল। জমা জলে বিদ্যুৎসপৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু। শহরের বিভিন্ন প্রান্তে জমা জলে খোলা তারের বলি আট। ২ জেলায় আরও ২ জনের মৃত্যু।

আরও খবর...

 পাঁচ ঘণ্টার ঘণ্টার প্রবল বৃষ্টি। তাতেই জলমগ্ন কলকাতাসহ শহরতলি। রেকর্ড বৃষ্টিতে জল থইথই চারিদিক। তবে পুজোর প্রাক্কালে দুর্ভোগের শেষ কিন্তু এখানেই নয়, আগামী দিই দিনে আরও বৃষ্টি এবং নিম্মচাপের পূর্বাভাস দিয়ে রাখল আলিপুর আবহাওয়া দফতর (Regional Meteorological Centre)।

পুজোর প্রাক্কালে রেকর্ড বৃষ্টি। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ৫ ঘণ্টার ব্যবধানে কখনও এত পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়নি। জলমগ্ন শহর থেকে জেলা। ব্যাহত বাস, টেন, মেট্রো পরিষেবা। সাধারণ জনগণের চরম ভোগান্তি। পরবর্তী পাঁচদিন মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। এমন পরিস্থিতিতে ফের দুর্যোগের আশঙ্কার কথা জানিয়ে রেখেছে আবহাওয়া দফতর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola