Kolkata Water Logging : দীর্ঘক্ষণ জলমগ্ন এলাকা। হয়রান মানুষ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

ABP Ananda Live: সোমবার রাতের ৪-৫ ঘণ্টার টানা বৃষ্টিতে কাল ভয়াবহ অবস্থা তৈরি হয় কলকাতার বিভিন্ন প্রান্তের। উত্তর থেকে দক্ষিণ, দেখা গেছে তীব্র জল-যন্ত্রণার ছবি। আজ সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় জলস্তর কমলেও এখনও জল রয়েছে একাধিক জায়গায়।

আরও পড়ুন...

 পুজোর মুখে ব্যাঙ্ক লুঠের ছক বানচাল

পুজোর মুখে ব্যাঙ্ক লুঠের ছক বানচাল। পুলিশের জালে ধরা পড়ল বিহারের ২ দুষ্কৃতী। উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, ভুয়ো নম্বর প্লেট-সহ চুরির মোটর বাইক। আন্তঃরাজ্য অপরাধের সঙ্গে যোগ রয়েছে ধৃতদের, অনুমান পুলিশের। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় একটি ব্যাঙ্কে লুঠের ছক কষে ৫ দুষ্কৃতী, খবর পুলিশ সূত্রে। গতকাল লুঠের আগে রেকি করতে ব্যাঙ্কে এসেছিল ৫ জন। ১টি বাইকের নম্বর প্লেট দেখে সন্দেহ হয় পুলিশের। বাইকের মালিকের খোঁজ করতে গিয়ে ব্যাঙ্কে ঢোকেন পুলিশ আধিকারিকরা। সন্দেহজনভাবে ২ জনকে ঘোরাফেরা করতে দেখে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, জেরায় লুঠের পরিকল্পনার কথা স্বীকার করে নিয়েছেন ধৃতরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola