Weather Update: পৌষ সংক্রান্তির আগে এক ধাক্কায় নামল পারদ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮

Continues below advertisement

Kolkata Temperature: পৌষ সংক্রান্তির ( Paush Sankranti ) আগে গত ৪৮ ঘণ্টায় এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ ( Kolkata Temperature ) । আজ এই মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন ( Kolkata Weather ) তাপমাত্রা ১২.৮। আবহাওয়া দফতর জানাচ্ছে,  বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন বৃহস্পতি ও শুক্রবার সামান্য বৃষ্টির সম্ভাবনা। কাল দিনের তাপমাত্রাও লক্ষনীয় ভাবে নেমে ২২.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর পারদ নেমেছিল ১৩.৭-এ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিনদিন এই রকমই থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের হাওয়া বদল। বুধ ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সিকিমে বৃষ্টির পাশাপাশি বরফ পড়তে পারে। ABP Ananda LIVE

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram