Weather Update: পৌষ সংক্রান্তির আগে এক ধাক্কায় নামল পারদ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮
Continues below advertisement
Kolkata Temperature: পৌষ সংক্রান্তির ( Paush Sankranti ) আগে গত ৪৮ ঘণ্টায় এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ ( Kolkata Temperature ) । আজ এই মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন ( Kolkata Weather ) তাপমাত্রা ১২.৮। আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন বৃহস্পতি ও শুক্রবার সামান্য বৃষ্টির সম্ভাবনা। কাল দিনের তাপমাত্রাও লক্ষনীয় ভাবে নেমে ২২.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর পারদ নেমেছিল ১৩.৭-এ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিনদিন এই রকমই থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের হাওয়া বদল। বুধ ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সিকিমে বৃষ্টির পাশাপাশি বরফ পড়তে পারে। ABP Ananda LIVE
Continues below advertisement