Weather Update: বৃষ্টির দিশা দেখাতে পারছে না আবহাওয়া দফতর, সপ্তাহান্তে আরও বাড়বে গরম!

Continues below advertisement

জুনের দ্বিতীয় সপ্তাহতেও দীর্ঘ দগ্ধ দিন দক্ষিণবঙ্গে। বর্ষা কবে আসবে, দিশা দেখাতে পারছে না আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, শনিবার থেকে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতিই বজায় থাকবে পশ্চিমের চার জেলায়। বাকি জেলাগুলিতেও আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের দিকে বর্ষা এগোচ্ছে বিলম্বিত লয়ে। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু  প্রবেশ করার সম্ভাবনা কম।  উত্তরবঙ্গে ৩১ মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে । এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে মৌসুমী বায়ু দক্ষিণে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে।  মৌসুমী অক্ষরেখাটি রত্নগিরি সোলাপুর হয়ে মেডক বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে।  আগামী তিন চার দিনে তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ , ওড়িশা ও ছত্তীসগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু। আগামী তিন দিনের মধ্যে মুম্বই শহরেও ঢুকে পড়বে বর্ষা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram