Wife Killed:ভারী বস্তু দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে খুন করে স্ত্রীর দেহে আগুন ! গ্রেফতার স্বামীর। ABP
দেবীপক্ষে শহরে খুন গৃহবধূ। খুনের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক স্বামী। খুনের পর, বাড়িতেই দেহ পোড়ানোর অভিযোগ। পুলিশের দাবি, প্রথমে জানানো হয়, বাড়িতে আগুন লেগেছে। ঘটনাস্থলে গেলে জানানো হয়, গৃহবধূ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর প্রকৃত তথ্য সামনে আসে। জানা যায়, ভারী বস্তু দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে খুন করার পর, দেহে আগুন লাগিয়ে দেওয়া হয়। তৃতীয়ার সন্ধেয় ঘটনাটি ঘটে বউবাজারের যদুনাথ দে রোডে।