Wife Murdered : খাস কলকাতায় পণের বলি ! খুন করে গৃহবধূর দেহে আগুন। ABP Ananda Live
খাস কলকাতায় পণের বলির অভিযোগ। বউবাজারে স্ত্রীকে খুনের অভিযোগে স্কুল শিক্ষক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। গ্রেফতার নিহতের শাশুড়িও। পুলিশের দাবি, আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে খুন করার পর গৃহবধূর দেহে আগুন লাগানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য।