Kolkata News: এবার নিমতায় চলল গুলি, কী বলছে পুলিশ? ABP Ananda Live
Kolkata Update: ফের রাত-বিরেতে শ্যুটআউট। এবার নিমতায় (Nimta Shootout)। বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন বছর বাহান্নর এক ব্যক্তি। অভিযোগ, গতকাল রাতে উত্তর দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুরে প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি। তাঁর পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তিকে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। বিহারের (Bihar) জেল থেকে এবার CID-র জালে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। রাজ্য পুলিশের গোয়েন্দাদের দাবি, গত কয়েক বছরে রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ড সুবোধ। সম্প্রতি রানিগঞ্জ ও ডোমজুড়ে ডাকাতির ঘটনা ঘটে। গতবছর ব্যারাকপুর, শক্তিগড়, পুরুলিয়া ও রানাঘাটে সোনার দোকানে ডাকাতি হয়। কোথাও ডাকাতদের গুলিতে মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ীর ছেলের, কোথাও আবার গুলিবিদ্ধ হন স্বর্ণ ব্যবসায়ী। প্রত্যেকটি ঘটনাতেই কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের হাত রয়েছে বলে দাবি করেছে CID. তাদের দাবি, শুধু তাই নয়, কিছুদিন ধরে ব্যারাকপুরে একের পর এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা চেয়ে হুমকি-ফোনের ঘটনাতেও মূল অভিযুক্ত বিহারের এই দুষ্কৃতী। অবশেষে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহকে রাজ্যে আনল সিআইডি। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ। ২০২২ সালে রানিগঞ্জে ডাকাতি থেকে মণীশ শুক্লা, রাজু ঝা খুনেও নাম জড়ায় সুবোধের। বাংলায় খুন-ডাকাতি-সহ বিভিন্ন অভিযোগে নাম জড়ায় সুবোধ সিংহের বিটি রোডে শ্যুটআউটের পর ব্যবসায়ীকে হুমকির ঘটনাতেও নাম জড়ায় সুবোধের। ABP Ananda Live