Kolkata Lynching: কোরপান শাকে পিটিয়ে খুনের অভিযোগের ঘটনায় আজও বিচার পায়নি পরিবার। ABP Ananda Live

Continues below advertisement

Kolkata News: মাঝে পেরিয়েছে এক দশক। কোরপান শাকে পিটিয়ে খুনের অভিযোগের ঘটবায় আজও বিচার পায়নি পরিবার। গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়েছেন দশ অভিযুক্তই। এখনও বিচারের আশায় দিন গুনছেন নিহত কোরপান শার স্ত্রী ও সন্তানরা।মোবাইল ফোন চোর সন্দেহে বউবাজারে টেলিভিশন মেকানিককে পিটিয়ে খুন। ২০১৪ সালের ১৬ নভেম্বর এনআরএস মেডিক্য়াল কলেজের হস্টেলে হাওড়ার বাসিন্দা কোরপানকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে কয়েক জন তৃতীয় বর্ষের ডাক্তারির ছাত্র এবং ইন্টার্নের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যায়, পিলারের সঙ্গে বেঁধে, টানা দু’ঘণ্টা বাঁশ এবং কাঠের পায়া দিয়ে কোরপানকে মারধর করা হয়। মানসিক ভারসাম্য়হীন ওই যুবককে মারধর করেন মোট ১১ জন। টানা মারধরের জেরে মৃত্য়ুর কোলে ঢলে পড়েন তিনি। মাঝে কেটে গেছে ১০টা বছর। আদালতে মামলা চলছে বিচার তো পায়নি কোরপানের পরিবার, উল্টে গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পেয়েছে ১০ অভিযুক্ত।  পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা  করেছিলেন। কিন্তু, অর্থের অভাবে মামলা ঠিক মতো লড়তে পারেননি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram