Murshidabad News: পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে বাম কর্মীর মৃত্যুর অভিযোগ !
পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে এক বাম কর্মীর মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদে। মৃত আনারুল ইসলাম সিপিএমের কৃষক সংগঠন কৃষক সভার কর্মী ছিলেন। তাঁর বাড়ি ডোমকলের সারাংপুর গ্রাম পঞ্চায়েতের সাহাবাজপুর গ্রামে। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বহরমপুরে আইন অমান্য কর্মসূচি নিয়েছিল সিপিএমের কৃষক খেতমজুর এবং শ্রমিক সংগঠন। তা নিয়ে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের জেলা সদরের টেক্সটাইল মোড়। ইটবৃষ্টি, লাঠিচার্জ, কাঁদানের গ্যাসের শেলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।