Krishnanagar News: কৃষ্ণনগরকাণ্ডে এবার সামনে এল হাড়হিম করা তথ্য ! ময়নাতদন্তের পর কী জানালেন চিকিৎসক ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ-খুনের অভিযোগ। আর কৃষ্ণনগরকাণ্ডে (Krishnanagar News) এবার সামনে এল হাড়হিম করা তথ্য। জীবিত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন দেওয়া হয়েছিল বলে জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। অন্যদিকে ধৃত রাহুল বসুকে ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর জেলা আদালত। 

হাড়হিম করা তথ্য: লক্ষ্মীপুজোর বাজার করতে বেরিয়ে কেন এভাবে খুন হতে হল তরুণীকে? কারা খুন করল? তা নিয়ে ঘটনার পর দেড়দিন কেটে গেলেও ধোঁয়াশা কাটছে না। এরই মধ্যে এদিন কল্যাণী JNM হাসপাতালের ময়নাতদন্ত হয় নিহত ওই স্কুল ছাত্রীর। আর তাতেই ভয়ঙ্কর তথ্য সামনে আসে। ময়নাতদন্তকারী চিকিৎসকে সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রাইমারি অ্যান্টি মর্টেম বার্ন পাওয়া গেছে। যা পেয়েছি অ্যান্টি মর্টেম বার্নই পেয়েছি। অ্যাসিডের কোনও এভিডেন্স আমরা পাইনি। কিছু কেমিক্যাল টেস্ট বাকি আছে।''

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram