Krishnanagar News: কৃষ্ণনগর থেকে পুরুলিয়া, আর জি কর কাণ্ডের আবহে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

ABP Ananda Live: 'যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে আমরা গ্রেফতার করেছি । কী জন্য ঘটনটা ঘটেছে তার তদন্ত চলছে। ময়না তদন্তের পর সবটা ঠিক করে বলা যাবে', মন্তব্য  কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের। আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার কৃষ্ণনগরে খুনের অভিযোগ। লক্ষ্মীপুজোর দিন স্কুলছাত্রীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ উদ্ধার। এসপি অফিস থেকে ৫০০ মিটার দূরে ছাত্রীর দেহ উদ্ধার। অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ, আটক প্রেমিক। গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল দ্বাদশ শ্রেণির ছাত্রী। প্রেমিকের বিরুদ্ধে ছাত্রীকে ধঅভিযোগ পরিবারের। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত চেয়ে, কোতোয়ালি থানায় বিক্ষোভ বাম-কংগ্রেসের।

 

'এটা কি রাজ্যের জন্য খুব ভাল হচ্ছে?' আর জি কর কাণ্ডে অনশন প্রসঙ্গে মন্তব্য সোহিনীর।দিল্লিতে বঙ্গ ভবনের সামনে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ । বঙ্গ ভবনের সামনে প্রতিবাদে দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা। প্রতিবাদে দিল্লি এইমস, রামমনোহর লোহিয়া হাসপাতালের ৫০জন চিকিৎসক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola