Water Crisis: পানীয় জলের সঙ্কট, পুরসভার ইঞ্জিনিয়রকে মার, আসানসোলের কুলটিতে পথ অবরোধ ঘিরে উত্তেজনা
ABP Ananda LIVE: পানীয় জলের সঙ্কট(water crisi), পুরসভার ইঞ্জিনিয়রকে মার। আসানসোলের (Asansol)কুলটিতে পথ অবরোধ ঘরে উত্তেজনা। তৃণমূল কাউন্সিলরের সামনেই পুরসভার ইঞ্জিনিয়রকে মারধর। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পানীয় জলের সঙ্কট রয়েছে, মানছেন খোদ তৃণমূল কাউন্সিলর।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে খবর, মেঘালয়ের রিভয় জেলার খানাপাড়া থানা এলাকা থেকে চৌধুরী নামে এক দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বিহারের শিবানে। আজ তাকে রিভয় জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসবে পুলিশ। এ নিয়ে এই ডাকাতির ঘটনায় গ্রেফতারের সংখ্য়া বেড়ে হল ৫। ৯ জুন ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দিয়ে লুঠপাট করে পালায় দুষকৃতীরা। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। ডাকাতির দু ঘণ্টার মধ্যে আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।