Kumari Puja at Belur Moth: উপাচার মেনে আরাধনা, দেখে নিন সরাসরি বেলুড়মঠের কুমারী পুজোর সেই ছবি

Continues below advertisement

ইতিহাস, ঐতিহ্যের মেলবন্ধনে বেলুড় মঠে কুমারী পুজো। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই চলে আসছে এই প্রথা। কুমারী পুজো দেখতে সকাল থেকেই বেলুড় মঠে রয়েছে ভিড় জমিয়েছেন ভক্তরা। সরাসরি দেখে নিন সেই ছবি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram