Durga Puja 2023: নবমীতে কুমারী পুজো সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়িতে। ABP Ananda Live
Continues below advertisement
সাবর্ণ রায়চৌধুরীদের (Sabarna Roy Chowdhury) বড় বাড়িতে কুমারী পুজোয় আয়োজন। বড়িশার এই বনেদি বাড়ির পুজোর বয়স ৩০৭ বছর। কৃষ্ণদেব রায়চৌধুরীর হাত ধরে ১৭১৭ সালে এই পুজো শুরু হয়। এখানে পুজো হয় বিদ্যাপতি রচিত দুর্গাভক্তিতরঙ্গিনী মতে। এই মতে, অষ্টমী ও নবমীতে অপদেবতা ও উপদেবতাদের উদ্দেশে ‘মাসভক্তবলি’ পুজো হয়। মাসকলাই ঘি দিয়ে মেখে ১৮০টি খুড়িতে সাজিয়ে দেওয়া হয় নৈবেদ্য। নবমীর (Durga Puja 2023) দিন কুমারী পুজো হয় সার্বণ রায়চৌধুরীদের বড় বাড়িতে। এদিন চালকুমড়ো ও আখ বলি দেওয়ারও প্রথা রয়েছে।
Continues below advertisement
Tags :
Durga Puja 2023