Kumartuli Durga Idol: বৈশাখ মাস পড়তেই বিদেশ পাড়ি দিলেন উমা | ABP Ananda LIVE
Kumartuli Durga Idol: বৈশাখ মাস পড়তেই বিদেশ পাড়ি দিলেন উমা (Durga Idol)। কুমোরটুলি (Kumartuli) থেকে ফাইবারের দুর্গাপ্রতিমা আকাশপথে পৌঁছল অস্ট্রেলিয়ার মেলবোর্নে (melbourne)। একে একে অন্যান্য দেশেও দুর্গাপ্রতিমা পাঠানোর তোড়জোড় করছেন প্রতিমা শিল্পীরা। তবে বিমান ভাড়া বেশি হওয়ায় ছেলেমেয়ে নিয়ে জাহাজ-যাত্রাতেই বেশি জোর দিচ্ছেন উমা।