Kunal Ghosh: অমিত মালব্যের পোস্ট করা ভিডিওটি আসল না ভুয়ো তা খতিয়ে দেখার দাবি তুললেন কুণাল ঘোষ
ABP Ananda LIVE: RG কর কাণ্ডের মধ্যেই অমিত মালব্যের পোস্ট করা ভিডিওটি আসল না ভুয়ো তা খতিয়ে দেখার দাবি তুললেন কুণাল ঘোষ।অমিত মালব্যর পোস্ট করা ভিডিও এবার পোস্ট করলেন কুণাল ঘোষ। আর জি কর মেডিক্যালের বর্তমান অধ্যক্ষকে হুমকি দিচ্ছেন সন্দীপ ঘোষের দেহরক্ষী। মুখ্যমন্ত্রীর নাম করে অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছেন সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলি খান', ভাইরাল ভিডিও পোস্ট করে দু'-দিন আগে দাবি করেছিলেন অমিত মালব্য। সেই ভিডিও পোস্ট করে তদন্তের দাবি তুললেন কুণাল। 'মুখ্যমন্ত্রী জানেনও না তাঁর নাম করে এই ঔদ্ধত্য, মস্তানি করে সরকার ও তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এই ভিডিও যদি সত্যি হয়, পুলিশ একে গ্রেফতার করুক', সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন কুণাল।
Tags :
RG Kar Medical College Kolkata Doctor Death News Kolkata Rape Murder Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Trainee Doctor