Kunal Ghosh:'এজেন্সি কী করবে তা বিজেপি নেতারা ঠিক করে দিলে অভিযোগের কোনও গুরুত্ব থাকে না', মন্তব্য কুণালের।ABP Ananda LIVE
'এজেন্সি কী করবে, সেটি যদি বিজেপি নেতারা আগে থেকে ঠিক করে দেন, তা হলে তো অভিযোগের কোনও গুরুত্বই থাকে না', সরব তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিকে, ইডি কোর্টে দাবি করেছে, ভেড়ির আড়ালে ১১ বছরে অ্যাকাউন্টে ১৩৭ কোটি টাকা জমা পড়েছে শেখ শাহজাহানের কোম্পানি অ্যাকাউন্টে! ভুয়ো নথি তৈরি করে কালো টাকা পাচারের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির।