Kunal Ghosh: 'প্রধানমন্ত্রী নাটক করছেন', কোন প্রসঙ্গে মোদিকে আক্রমণ করলেন কুণাল ঘোষ?
PM Narendar Modi: আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ প্রধানমন্ত্রীর। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী মোদি। 'এই প্রকল্প রূপায়িত করতে না পারার জন্য পশ্চিমবঙ্গ ও দিল্লির প্রবীণদের কাছে ক্ষমাপ্রার্থী'। আয়ুষ্মান ভারত নিয়ে ২ রাজ্যের মনোভাবে তিনি ব্যথিত, জানালেন প্রধানমন্ত্রী। আজই কল্যাণী এইমসের ৩টি ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রীর। 'প্রধানমন্ত্রী নাটক করেছেন, যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়।' আয়ুষ্মান ভারত প্রসঙ্গে কুণাল ঘোষ আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে। স্বাস্থ্যসাথীর সুরক্ষা অনেক বেশি এবং নিশ্চিত, দাবি কুণাল ঘোষের।
আরও খবর, বিচারের দাবিতে প্রতীকী অনশন, ব্যাজ পরায় আটক করে 'হেনস্থা'। দ্রোহের কার্নিভালের দিন আটক করে 'হেনস্থা', ফের ধাক্কা পুলিশের। চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে তদন্তে আপাতত স্থগিতাদেশ হাইকোর্টের। কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ। পুজো কার্নিভালের দিন প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে আটক, ৪ ঘণ্টার পর মুক্তি। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরায় আটক করে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। হাইকোর্টে ফের ধাক্কা পুলিশের, তপোব্রতর মামলা গ্রহণ করে তদন্তে স্থগিতাদেশ।