Kunal Ghosh: 'সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল', ফের বিস্ফোরক কুণাল। ABP Ananda Live
TMC: 'সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) রোজভ্যালির দালাল, রোজভ্যালির মালিকের ছেলেদের কলেজে ভর্তি করে টাকা নিয়ে বিদেশ সফর করেছেন', সুদীপের বিরুদ্ধে ফের বিস্ফোরক কুণাল (Kunal Ghosh)। মুখপাত্র পদে কুণালের ইস্তফাপত্র গৃহীত। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকেও নিষ্কৃতি দেওয়া হোক, থাকতে চাই কর্মী হয়ে, সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। ABP Ananda Live