Sujan Chakraborty: আসল নামে সার্টিফিকেটই নেই, তাও প্রাথমিক সংসদের সভাপতি! এ বার তৃণমূলের নিশানায় সুজনের শ্বশুর
স্ত্রীর পর এবার সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) শ্বশুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। একটি চিরকুট প্রকাশ্যে এনে সুজন চক্রবর্তীকেও আক্রমণ করেছেন তিনি। পাল্টা, জবাব দিয়েছেন সুজন চক্রবর্তীও।