Kunal Ghosh ।এই প্রথম সরাসরি তৃণমূলের রাজ্য় সভাপতি সুব্রত বক্সীকে আক্রমণ করলেন কুণাল।ABP Ananda Live
Continues below advertisement
দলের কোন্দলের আবহে, এই প্রথম সরাসরি, তৃণমূলের রাজ্য় সভাপতি সুব্রত বক্সীকে আক্রমণ করলেন কুণাল ঘোষ। দলের প্রতিষ্ঠা দিবসে সুব্রত বক্সী বলেছিলেন, ''এই নির্বাচনে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না।'' আর এরই পাল্টা দিতে গিয়ে সরাসরি সুব্রত বক্সীকে নিশানা করলেন দলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, 'অভিষেক তো নেতৃত্ব দিচ্ছে! অভিষেক পিছোবে কেন!' সুব্রত বক্সীর উচ্চারণ করা, বাক্য় গঠন পুনর্বিবেচনা করার দাবিও তুলেছেন কুণাল ঘোষ। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে কয়েকমাস আগে করা সুব্রত বক্সীর একটি মন্তব্য়কেও টেনে এনেছেন তিনি।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Trinamool Congress Subrata Bakshi BJP Kunal Ghosh ABP Ananda /West Bengal Lok Sabha Poll ABHISHEK BANERJEE