Kunal Ghosh: বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, কল্য়াণ চৌবের বিরুদ্ধে বোমা ফাটালেন কুণাল

Kalyan Chaubey: বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ঠিক তার আগের দিনই, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্য়াণ চৌবের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন কুণাল ঘোষ। উত্তর কলকাতায় এই K vs K-র সংঘাত অবশ্য় নতুন নয়। দু'বছর আগে, ঠিক এই জুলাই মাসেই কার্যত সংঘাতে জড়িয়েছিলেন কুণাল ঘোষ এবং কল্য়াণ চৌবে। কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাতে, সুকিয়া স্ট্রিটে এক ঘনিষ্ঠর ফ্ল্য়াটে, নৈশভোজ সারতে যান তিনি। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কল্য়াণ চৌবে। একই বহুতলে থাকেন কুণাল ঘোষ। বাড়ি ফেরার সময় ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা এবং কথা হয় তাঁর। কিন্তু কল্য়াণ চৌবে দাবি করেন, বিজেপি নেতৃত্বের নৈশভোজ চলাকালীন, কুণাল ঘোষ নিজে থেকেই সেখানে চলে আসেন। যদিও, কুণাল ঘোষ সম্পূর্ণ অন্য় দাবি করেন। দু'বছর পর আবার সেই জুলাইতেই ফের পরস্পরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে মুখোমুখি কুণাল ঘোষ এবং কল্য়াণ চৌবে। যেখানে সরাসরি না হলেও, পুরনো প্রসঙ্গ টেনে এনেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য় সাধারণ সম্পাদক। ভোটের কয়েক ঘণ্টা এই বিতর্কের ছাপ কি মানিকতলা বিধানসভা উপনির্বাচনে পড়বে?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola