Kunal Ghosh: মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন, যাতে বেশি সংখ্যক কর্মপ্রার্থী তাদের নিয়োগ সম্ভব হয়: কুণাল

ABP Ananda LIVE: 'মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চেষ্টা করেছেন, যাতে বেশি সংখ্যক কর্মপ্রার্থী তাদের নিয়োগ সম্ভব হয়। ফলে আমরা আশাবদী আদালতের কাছ থেকে এমন রায় আসবে যাতে বেশি সংখ্যক নিয়োগ, যা সরকার চাইছে, যে শূন্য পদ সরকার তৈরি করেছেন , তারা সে কাজটা পাবেন', মন্তব্য কুণালের। শেষ হল এসএসসির নিয়োগ দুর্নীতি(SSC Recruitment Scam) মামলার শুনানি, রায়দান স্থগিত। 'এই নিয়োগপ্রক্রিয়া থেকে ভাল কিছু কুঁজে পাওয়া কঠিন'। 'অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল করা উচিত', মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। SSC নিেয়োগ দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের। গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয় এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। প্রায় সাড়ে ৩ মাস ধরে চলেছে এসএসসির নিয়োগ দুর্নীতি মমলার শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হাইকোর্টের (High Court)বিশেষ বেঞ্চে শুনানি শেষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola