Kunal Ghosh: 'কিছুই হয়নি, দুদিন বাদে সন্দেশখালি বলে কোনও ইস্যু থাকবে না', মন্তব্য কুণালের
ABP Ananda LIVE: 'কিছুই হয়নি, দুদিন বাদে সন্দেশখালি (Sandeshkhali) বলে কোনও ইস্যু থাকবে না। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনও হয়তো ক্ষোভ ছিল, কোনও ব্যক্তির আচরণ গলদ থাকতে পারে। কোনও ব্যক্তির সঙ্গে আর এক ব্যক্তির সমস্যা থাকতে পারে সেই সমস্যার জন্যএখানে বিজেপি (BJP) সিপিএম (CPM) কংগ্রেসের (Congress)একাংশ, আর একটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যগুলো নেই', মন্তব্য কুণালের।