Kunal on BJP: 'বিজেপি তাদের জনবিরোধী নীতির সঙ্গে যেন মমতাকে না গুলিয়ে ফেলে', তোপ কুণালের

তাজপুরে আদানিদের গভীর সমুদ্র বন্দরের বরাত নিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপির। 'মুখ্যমন্ত্রী তাজপুর নিয়ে মিথ্যাচার করছেন।' 'তাজপুরে নয়, মন্দারমণিতে বন্দর করতে চেয়েছিল আদানি গোষ্ঠী।' 'গভীর সমুদ্র বন্দর নয়, হলদিয়ার ধাঁচে বন্দর তৈরির পরিকল্পনা মন্দারমণিতে।' 'আদানি গোষ্ঠীর প্রস্তাব মতো বিপুল জমি অধিগ্রহণের জন্য এলাকা চিহ্নিত করে রাজ্য প্রশাসন।' 'মন্দারমণিতে আদানি গোষ্ঠীর প্রস্তাবিত বন্দর দ্রুত শেষ করতে চেয়ে জাহাজ মন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য।' 'তাজপুরে প্রস্তাবিত প্রকল্প থেকে আদানি সরার আগেই কীভাবে অন্য শিল্পগোষ্ঠীকে আহ্বান করেন মুখ্যমন্ত্রী?' 'আলাদা দরপত্র না ডেকে কেন রাজ্য শিল্প নিগম একই প্রকল্পের মধ্যে আলোচনা চাইছে?' আদানিরা তাজপুর থেকে আগ্রহ হারানোর পর গভীর সমুদ্র বন্দর নিয়ে রাজ্যের পরিকল্পনা কী?, প্রশ্ন বিজেপির।

এনিয়ে কী বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ?

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola