Kunal Ghosh: চায়ের আমন্ত্রনে সুদীপের বাড়ি যাচ্ছেন কুণাল ঘোষ | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: 'তাপস রায় অন্য দলে যোগদান করলে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হতে পারে' । 'ব্রাত্য বসু আপ্রাণ চেষ্টা করেছেন তাপস রায়কে বোঝানোর' । 'একটু আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, সন্ধে সাতটায় চা খেতে যাব' । 'সুব্রত বক্সী আমাকে স্নেহ করেন, মমতার সৈনিক, কিছু বাদ গেলে বক্সীদা ফোন করে ধরিয়ে দেন' । 'একটি চিঠি পেয়েছি, ব্রাত্যর সঙ্গে তাপস রায়ের বাড়িতে থাকাকালীন চিঠি পেয়েছি, কিন্তু আমি চিঠি খুলিনি' । 'অনিচ্ছাকৃত ভুল, অফিসে ডেসপ্যাচ থেকে চিঠি পাঠাতে ভুল হয়েছে, ফোন করে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়', বললেন কুণাল ঘোষ ।
Continues below advertisement