Kunal Ghosh: সারদার প্রথম গ্রেফতারি মামলা থেকে অভিযোগ-মুক্ত কুণাল

Continues below advertisement

সারদার (Sarada Case) প্রথম গ্রেফতারি মামলা থেকে অভিযোগ-মুক্ত হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এমপি এমএলএ কোর্টের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য তাঁকে অভিযোগ মুক্ত বলে ঘোষণা করেন। একইসঙ্গে সারদাকাণ্ডে প্রথম গ্রেফতারি মামলায় সুদীপ্ত সেন (Sudipta Sen), দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee) ও সোমনাথ দত্তকেও অভিযোগ মুক্ত বলে ঘোষণা করেন বিচারক। এদিন রায়ের পর আদালতের বাইরে দাঁড়িয়ে দলের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, যাঁরা আমার গ্রেফতারের পিছনে ছিলেন তাঁদের চিনি, তাঁরাও আমায় চেনেন। মনে হচ্ছে মুকুল রায় (Mukul Roy), রাজীব কুমারকে (Rajib Kumar) ফোন করে খবর দিই। ২-৩ জন ভুল বোঝানোর কাজ করেছিল। ব্যক্তিগত রাগ মেটাতে ভুল গল্প তৈরি করেছেন। গ্রেফতারের দিন দলের কেউ সাহায্য করেনি। আমার লড়াই আমার মতো লড়ে নেব। নাম না করে দলের একাংশের বিরুদ্ধে সরব কুণাল ঘোষ। সারদাকাণ্ডে ২০১৩-র ২৩ নভেম্বর গ্রেফতার হন কুণাল ঘোষ। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram