Firhad Hakim: কুণাল ঘোষ মন্ত্রিসভার কেউ নন, পার্থর পাশে দাঁড়িয়ে মন্তব্য ফিরহাদের। Bangla News
SSC নিয়োগে দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এরপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়ালেন ফিরহাদ হাকিম। কুণাল ঘোষ মন্ত্রিসভার কেউ নন বলে মন্তব্য করলেন পরিবহণমন্ত্রী। ফিরহাদ বলেন, "পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী। যদি কোনও জায়গায় হয়, তাহলে যতটা দায়িত্ব পার্থদার, ততটা আমারও। কুণাল ঘোষ মন্ত্রিসভার কেউ নন।"
Tags :
Firhad Hakim Kunal Ghosh ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Partha Chattopadhyay কুণাল ঘোষ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ফিরহাদ হাকিম কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায় এসএসসি মামলা এবিপি আনন্দ