Kunal Ghosh: 'আগে ঠিক করুন কার পাঠশালায় কে যাবেন?' BJP-র কোন্দলকে কটাক্ষ কুণালের।Bangla News

Continues below advertisement

বঙ্গ বিজেপিতে অভিজ্ঞতা সংঘাত বিতর্কে এবার ভিন্ন সুর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে তিনি জানান, 'সাংগঠনিক দিক থেকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) অভিজ্ঞতা কম, একসময় তাঁরও কম ছিল। রাজনীতিতে কাজ করতে করতেই অভিজ্ঞতা বাড়ে।' এই প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "রাজ্য বিজেপিতে একটা ভাগাভাগি ছিল, আদি বিজেপি বনাম নব্য বিজেপি আবার পরিযায়ী বিজেপি। এই সব মিলিয়েই গো হারান হারছে। এখন আবার হয়েছে দিলীপ বিজেপি সুকান্ত বিজেপি, পরস্পর পরস্পরকে কাদা ছুড়ে চলেছেন। আর শুভেন্দুবাবু যেখানে যেখানে গিয়ে মুখ খুলছেন সেখানেই মানুষ বিজেপিকে রিজেক্ট করে তৃণমূলকে সমর্থন করছে। নিজেরা আগে ঠিক করে নিন, কে বড়, কার পাঠশালায় কে যাবে, তারপর তৃণমূল নিয়ে মাথা ঘামাবেন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram