Kunal Ghosh: মমতার সভার পরদিনই একাধিক ইস্যুতে নেতৃত্বের একাংশকে চ্যালেঞ্জ ‘বিদ্রোহী’ কুণালের। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: মমতার সভার পরদিনই একাধিক ইস্যুতে নেতৃত্বের একাংশকে চ্যালেঞ্জ ‘বিদ্রোহী’কুণালের (Kunal Ghosh)। 'তৃণমূল না করলে অভিষেকের (Abhishek Banerjee) চলবে না এমন নয়'। বিস্ফোরক তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক। 'শুভেন্দু মমতারই প্রোডাক্ট, মামার বাড়ির আদরে দেওয়া হয়েছিল ৪টে পদ'। 'দেহত্যাগ না করলে পদত্যাগ নয়!'মমতার বয়সসীমা খারিজকে সরাসরি চ্যালেঞ্জ কুণালের। হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের,মিলল অমিত-সভার অনুমতি। '২১জুলাইয়ের সভাও বন্ধ করে দিই?'হুঁশিয়ারি প্রধান বিচারপতির। 'সরকারেরই ভুল, ওপরমহলকে কারা পরামর্শ দিচ্ছে?', নেতৃত্বকেই খোঁচা কুণালের। ABP Ananda Live
Continues below advertisement