Kunal Ghosh: শ্যামের সঙ্গে সংঘাতের আবহেই এবার কুণালের নিশানায় অর্জুন। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: শ্যামের সঙ্গে সংঘাতের আবহেই এবার কুণালের নিশানায় অর্জুন (Arjun Singh), 'আগে নিজের এলাকা সামলান, দলের ব্যাপার দলকে বুঝতে দিন', আগে প্রায়শ্চিত্ত করুন, বেশি কথা বলতে যাবেন না, আক্রমণে কুণাল , 'কোনটা দলের বিরুদ্ধে, কোনটা দলের পক্ষে, না জেনে কথা'। 'ভোটের আগে বিজেপিতে (BJP) গিয়েছিলেন, তখন তো দরদ ছিল না'। বিধায়কের পাশে দাঁড়িয়ে সাংসদকে তীব্র আক্রমণে রাজ্য সাধারণ সম্পাদক। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram