Kunal Ghosh: আর জি কর আবহে গান লিখলেন কুণাল ঘোষ, উঠে এল মশাল-মিছিল থেকে মানব বন্ধনের প্রসঙ্গ

আর জি কর-কাণ্ডের আবহে রবিবার নন্দনে লঞ্চ হল কুণাল ঘোষের লেখা পুজোর গানের ভিডিও অ্যালবাম। তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদকের লেখা গানের কথায় উঠে এসেছে মশাল-মিছিল থেকে মানব বন্ধনের প্রসঙ্গ। যদিও এতে রাজনীতির রং লাগাতে নারাজ কুনাল ঘোষ।

সন্দীপ ঘোষের আমলে আর জি কর মেডিক্যাল কি হয়ে উঠেছিল তোলাবাজি আর দুর্নীতির আখড়া? হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এবার মুখ খুললেন কর্মীদেরই একাংশ। হাসপাতালের বর্তমান সুপার ও উপাধ্যক্ষের কাছে জমা পড়ল গণস্বাক্ষরিত অভিযোগপত্র। 

এখনও বানভাসি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। জলস্তর কিছুটা নামলেও কমছে না দুর্ভোগ। ভাসছে বাড়িঘর, রাস্তাঘাট। ভয়াবহ পরিস্থিতি ঘাটালের। কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান? কবে ঘুচবে দুর্দশা? প্রশ্ন এলাকার বাসিন্দাদের। মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে, বন্যা পরিস্থিতি ঘুরে দেখে জানালেন তৃণমূল সাংসদ দেব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola