Kunal Ghosh: 'সারদা-নারদা মামলায় নাম, কেন গ্রেফতার নয় শুভেন্দু অধিকারী', সরব কুণাল।Bangla News
আর্থিক দাবি নিয়ে কোনও কথা বলার আগে বাংলার প্রাপ্য বকেয়া মেটাক কেন্দ্র। বাংলার বুকে দ্বিতীয় সিঙ্গুর, নন্দীগ্রাম হবে না। বাংলায় জোর করে জমি নেওয়া হবে না। শিল্পের ক্ষেত্রে কোনওদিনই প্রতিবাদ করেনি রাজ্য। শিল্প হচ্ছে বলে রাগ হচ্ছে বিজেপির, সেইজন্য বিরোধিতার চেষ্টা। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে কথা বলছেন শুভেন্দু। নারদ মামলায় এফআইআরে নাম রয়েছে শুভেন্দুর (Suvendu Adhikari)। বিজেপিতে আছেন বলে এজেন্সি নিয়ে কথা। নিজের দুর্নীতি ঢাকতে বিজেপিতে রয়েছেন, এজেন্সির ভয় দেখাচ্ছেন। বিধানসভা ভোটের আগে বিজেপি নেতারা বলছেন কোন লোক নোটিস পাবে। তারপরেই নোটিস যাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্র। সারদা মামলায় শুভেন্দু অধিকারীর নাম রয়েছে, কেন শুভেন্দু গ্রেফতার হবে না ? সিবিআইয়ের (CBI) উচিত শুভেন্দুকে গ্রেফতার করা। গ্রেফতারি এড়াতে বিজেপিতে শুভেন্দু। অমিত শাহ খুনের মামলায় জেলে বন্দি ছিল। মন্তব্য কুণালের (Kunal Ghosh)।