TMC: 'রাজ্যপালের উপদেষ্টামন্ডলীতে কোনও বাঙালি আমলার নাম নেই কেন'? প্রশ্ন কুণালের
দক্ষ বাঙালি মহিলা অফিসারকে সরালেন। কিন্তু রাজ্যপালের উপদেষ্টামন্ডলীতে কোনও বাঙালি আমলার নাম নেই কেন? আইএএস (IAS) নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে অব্যাহতির পরে
এই প্রশ্নই তুললেন তৃণমূলের (TMC) রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজ্যপাল কাকে নিয়োগ করবেন, সেটা তাঁর ব্যাপার। এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করে পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও (BJP)।