Kunal Ghosh: 'এই ভিডিও যদি সত্যি হয়, পুলিশ একে গ্রেফতার করুক', অমিত মালব্যর পোস্ট করা ভিডিও পোস্ট কুণালের
ABP Ananda LIVE: অমিত মালব্যর পোস্ট করা ভিডিও এবার পোস্ট করলেন কুণাল ঘোষ। আর জি কর মেডিক্যালের বর্তমান অধ্যক্ষকে হুমকি দিচ্ছেন সন্দীপ ঘোষের দেহরক্ষী। মুখ্যমন্ত্রীর নাম করে অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছেন সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলি খান', ভাইরাল ভিডিও পোস্ট করে দু'-দিন আগে দাবি করেছিলেন অমিত মালব্য। সেই ভিডিও পোস্ট করে তদন্তের দাবি তুললেন কুণাল। 'মুখ্যমন্ত্রী জানেনও না তাঁর নাম করে এই ঔদ্ধত্য, মস্তানি করে সরকার ও তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এই ভিডিও যদি সত্যি হয়, পুলিশ একে গ্রেফতার করুক', সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন কুণাল।
আরও খবর..
'শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই। আর জি কর নিয়ে সকলের মতো তিনিও উদ্বিগ্ন। ১৪ সেপ্টেম্বরের অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন। ধর্ষণ-খুনের সামাজিক সমস্যা অপরাধ নিয়ে সর্বত্র প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়', পোস্ট কুণাল ঘোষের।
বেলা ১.৪১ মিনিটে ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হলেন সায়ন লাহিড়ি। পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে গতকাল মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দুপুর দুটোর মধ্যে মুক্তির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গতকাল এই মামলার শুনানিকে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট।