Kunal Ghosh: 'নামকরণ বিতর্ক তাড়াতাড়ি মিটে গেলেই ভাল,' বিশ্বভারতীর ফলক নিয়ে প্রতিক্রিয়া কুণাল ঘোষের

বিশ্বভারতীর ফলক বিতর্কে অবশেষে হস্তক্ষেপ কেন্দ্রের। বর্তমান ফলক পরিবর্তনের নির্দেশ শিক্ষামন্ত্রকের। বিশ্বভারতীর ফলককাণ্ডে কর্তৃপক্ষকে নতুন চিঠি শিক্ষামন্ত্রকের। বর্তমানে যে ফলক আছে তা পরিবর্তিত করতে হবে, উল্লেখ চিঠিতে। নতুন ফলকে আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রীর নাম থাকবে না, নির্দেশ শিক্ষামন্ত্রকের। থাকবে না উপাচার্যর নামও, উল্লেখ শিক্ষামন্ত্রকের পাঠানো চিঠিতে। নতুন ফলকে কী লেখা হবে তা ঠিক করতে কর্তৃপক্ষকে কমিটি গড়ার নির্দেশও দিয়েছে শিক্ষামন্ত্রক। শিক্ষামন্ত্রকের চিঠি পাওয়ার পরেই ৪ জন অধ্যাপককে নিয়ে কমিটি গড়েছে বিশ্বভারতী। এই নামকরণ বিতর্ক যত তাড়াতাড়ি ততই ভাল। প্রতিক্রিয়া কুণাল ঘোষের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola