Kunal on CV Anand: রাজ্যপালের উত্তরীয়তে বিজেপির প্রতীক পদ্মফুল! ছবি পোস্ট করলেন কুণাল ঘোষ

Continues below advertisement

রাজ্যপালকে নিশানা করে এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। X হ্য়ান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন তৃণমূল নেতা। সেখানে দেখা যাচ্ছে, সিভি আনন্দ বোস একটি উত্তরীয় পরে রয়েছেন- সেই উত্তরীয়ে রয়েছে বিজেপির প্রতীক পদ্মফুল। সেই ছবি নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। 'বিজেপির প্রতীক নিয়ে রাজ্যপাল', এই ছবিটি আসল না কি নকল সেই প্রশ্ন তুলে তার উত্তর রাজ্যপালের থেকেই চেয়েছেন তিনি। কুণাল লিখেছেন, 'মাননীয় রাজ্যপালকে জানাতে হবে এই ছবিটি আসল নাকি নকল। তাঁকে এই ছবির তারিখ এবং সময়ও জানাতে হবে। তিনি রাজ্যপাল থাকাকালীন এই প্রতীক ব্যবহার করলে তাঁর উচিত অবিলম্বে পদত্যাগ করা।' X হ্যান্ডলে পোস্ট কুণাল ঘোষের। এই নিয়ে বুধবার দুপুর পর্যন্ত রাজ্যপালের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram