Kunal Ghosh: 'তৃণমূল থেকে বিজেপি যাঁদের নিয়েছে, তাঁদেরকেই একসময় চোর বলত', খোঁচা কুণালের
Continues below advertisement
'শুভেন্দু হাত পেতে ঘুষ নিচ্ছিল, ভিডিও কে ছেড়েছিল? কে বলেছিল? বিজেপি বলেছিল। তারপর শুভেন্দু (Suvendu Adhikari) বিজেপিতে গেল। এখন এফআইএর হয়ে পড়ে রয়েছে। তৃণমূল (TMC) থেকে বিজেপি যাঁদের নিয়েছে, তাঁদেরকেই একসময় চোর বলত বিজেপি (BJP)। তৃণমূল পদক্ষেপ নিতে শুরু করেছিল তখনই বিজেপি নিয়ে নিল। কিন্তু বিজেপি থেকে তৃণমূল যাঁদের নিচ্ছে তাঁদেsর গায়ে কালিমা নেই।' দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
Continues below advertisement