Kunal Ghosh On Suvendu Adhikari : প্রমাণিত বলছেন নিজের মুখেই, তাহলে গ্রেফতার নয় কেন? নারদকাণ্ড প্রসঙ্গে কুণালের প্রশ্ন শুভেন্দুকে
নারদকাণ্ড ( Narada )নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । 'দীর্ঘ রাজনৈতিক জীবনে নারদ স্টিং অপারেশন ছাড়া কোনও প্রমাণিত অভিযোগ নেই'। কুণালের ( Kunal Ghosh ) ট্যুইটে উদ্ধৃত শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া নিয়ে তুঙ্গে তরজা। 'প্রমাণিত নিজের মুখেই, তাহলে গ্রেফতার নয় কেন?' সিবিআই কী করছে? এটা নিরপেক্ষতা?' 'আর সারদা? মালিকের কোর্টে লিখিত বয়ান, তদন্তে হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ' সিবিআই ধরবে না জেনেই এই মেকি বীরত্ব, ট্যুইট কুণাল ঘোষের