Kunal Ghosh: 'এই দুজনকে দুভাবে ব্যবহার করেন মোদি', কাদের বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: নরেন্দ্র মোদির সভার প্রসঙ্গও তুলে X হ্যান্ডেলে লিখেছেন কুণাল। সেখানে তোপ দেগেছেন দুজনের প্রতি। কুণাল লিখেছেন, 'নরেন্দ্র মোদি বাংলার মাটিতে একরাশ কুৎসা করে গেলেন। যুক্তিতে তাঁকে ধুয়ে দেওয়া যায়। কিন্তু ঘটনা হল তাঁর কড়া সমালোচনার মূল দায়িত্ব যাঁদের, দুটি আলাদা বিরোধী দলের লোকসভার দলনেতারা তো প্রধানমন্ত্রীরই লোক। এঁদের সঙ্গে বিজেপির যোগাযোগ। এই দুজনকে দুভাবে ব্যবহার করেন মোদি। একজনকে রোজ ভ্যালি থেকে বাঁচিয়ে গলায় বকলস পরিয়ে রেখেছেন।' নাম না করে কাদের বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল। তাঁর নিশানায় কি দলেরই কোনও নেতা?
Continues below advertisement