Kunal Ghosh: 'কয়েকজন পুলিশকে তো মাটিতে ফেলে মারা হয়', মন্তব্য কুণালের

ABP Ananda LIVE: 'কয়েকজন পুলিশকে তো মাটিতে ফেলে মারা হয়। সেই হিসেবে পরিবারের লোকেরা উদ্বিগ্ন হয়ে বিরোধীরা যে হামলা করছে, তাই তাঁরা নিন্দাপ্রকাশ করেছেন', বিরোধীদের পুলিশকে কুকথার প্রতিবাদে আইনরক্ষকদের পরিবারের তরফে মিছিল প্রসঙ্গে এমনই মন্তব্য করেন কুণাল ঘোষ।

 

'নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', অভয়ার বাবার FIR দায়ের প্রসঙ্গে জানাল পুলিশ

'আপনার অভিযোগ নথিভুক্ত হয়েছে। নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', জানাল কলকাতা পুলিশ। নবান্ন অভিযানে আহত অভয়ার মা, সিপি-কে ইমেল অভয়ার বাবার। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার। 'প্রথমে শেক্সপিয়র সরণি থানায় ইমেল করতে বলা হয়। শেক্সপিয়র সরণি থানা থেকে আবার পার্ক স্ট্রিট থানায় যোগাযোগ করতে বলা হয়। তারপর আবার নিউ মার্কেট থানায় অভিযোগ করতে বলা হয়'। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola