Kunal Ghosh: 'দুর্ঘটনা নিয়ে অকারণ রাজনীতি', রূপা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্টের পাল্টা কুণাল | Bangla News

Continues below advertisement

ময়নাগুড়ির দোমহনিতে আপ বিকানের এক্সপ্রেসের ১২টি কামরা লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিবিআই (CBI) তদন্ত দাবি করলেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। বিজেপির (BJP) রাজ্যসভার সাংসদ ফেসবুকে লিখেছেন, "ট্রেন কি নিজে নিজেই ডিরেল হয়? রেল ট্র্যাক কি বেচারা বোঝে, ভাই, নির্বাচন সামনে, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা। সিবিআই তদন্ত প্রয়োজন।" এই দাবির পাল্টা কুণাল ঘোষ বলেন, "রেল দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক। এটি নিয়ে অকারণ রাজনীতি করার কারণ দেখতে পাচ্ছি না। তদন্ত হবে। এখন যদি বিজেপি সাংসদের হঠাৎ মনে হয় কী বলার আছে। রেল তো কেন্দ্র সরকারের অধীনে। কেন্দ্র দেখুক!"  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram