Kunal Ghosh: শিশির অধিকারীর সম্পত্তিতে অসঙ্গতির অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি কুণালের
শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতির অভিযোগ কুণাল ঘোষের । অভিযোগের তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি কুণালের। 'অমিত শাহের তরফে চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়েছে, সিবিআইয়ের কাছেও পৌঁছেছে চিঠি, জেনেছি সূত্র মারফত'। দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত, দাবি কুণাল ঘোষের। সারদা মামলায় বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হোক, করে অবিলম্বে তদন্ত দরকার, দাবি কুণালের। ১৯৬৮-তে কেনা সম্পত্তি, যবে থেকে আমি আয়কর দিই, তখন কুণাল ঘোষ জন্মাননি, মন্তব্য শিশিরের।