Kunal on Sukanta: মহিলা মোর্চার সভায় সুকান্তর মারধরের দাওয়াই, পাল্টা কী বললেন কুণাল?।Bangla News
Continues below advertisement
ভোট লুঠ করতে এলেই তাড়া করে মারতে হবে। মহিলা মোর্চার সভায় সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাওয়াই। প্রতি বুথে পাঁচ জন করে মহিলা নিয়ে গঠন করা হবে দুর্গা বাহিনী। এই প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘গরমকাল চলছে তো তাই মাথা গরম হলে দু’চারটে কথা বেরোয়। আবার বর্ষাকাল, শরৎকাল পড়লে মাটিতে দাঁড়ানো অবস্থাটা ফিরে আসবে। যারা বুথ কমিটি গঠন করতে পারেন না বুথে লোক দিতে পারেন না তাদের আবার বড় বড় কথা, গরুর গাড়ির হেডলাইট। মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে আছেন। সুকান্ত মজুমদার একজন ট্রেনি সভাপতি বিজেপির। মহিলাদের যা স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস দেয় তা ভারতবর্ষের আর কোনও দল দেয় না।'
Continues below advertisement
Tags :
TMC BJP Kunal Ghosh ABP Ananda Bengali News ABP Ananda Digital Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ কুণাল ঘোষ Ananda Live Sukanta Mazumdar এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ তৃণমূল বিজেপি সুকান্ত মজুমদার কুণাল ঘোষ মহিলা মোর্চা Durga Bahini দুর্গা বাহিনী