
Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ | ABP Ananda
1.স্কুলে নিয়োগ দুর্নীতির (Recruitment scam) মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ(Kuntal Ghosh) । তদন্তে অসহযোগিতার অভিযোগে যুব তৃণমূল নেতাকে আটক করল ইডি (ED)। প্রায় ২৩ ঘন্টা তল্লাশি চালানোর পর আটক কুন্তল ।বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, দাবি ইডির ।
2.সল্টলেকে কনস্টেবল(constable) পদে চাকরিপ্রার্থীদের(Job seekers) বিক্ষোভ। ২০২০ সালে পরীক্ষা হলেও ফলাফল প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। মিছিল আরক্ষা ভবনের সামনে আসার আগেই বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
3.পডুয়ার সংখ্যা সাত। শিক্ষিকা বলতে দুজন। অভিযোগ এমন school এ নিয়মিত মিড ডে মিলটুকু মেলে না। যে কদিন মিড ডে মিল দেওয়া হয়, তাতে পড়ুয়াদের পাতে ডিমও থাকে না। এমন অভিযোগ ঘিরে বিতর্কের মুখে পড়েছে বাঁকুড়া(Bankura) শহরের একটি স্কুল। অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।