ED on Kuntal Ghosh: ১৯ কোটি টাকা নিয়েছেন, স্বীকার কুন্তলের
চাকরির বিনিময়ে ১৯ কোটি টাকা নেওয়ার কথা স্বীকার কুন্তলের (Kuntal Ghosh), ইডি (ED) সূত্রে দাবি। জেরায় (Introgation) টাকা নেওয়ার কথা স্বীকার হুগলির যুব তৃণমূল নেতার, ইডি সূত্রে দাবি। আকাশপ্রমাণ ষড়যন্ত্র, দাবি ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh)।বাড়িতে তল্লাশির পর এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee) জিজ্ঞাসাবাদ ইডির। ৫ ঘণ্টা পার, হুগলি জেলা পরিষদের (Zila parishad) কর্মাধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ ইডির। আজ ফের মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ। গতকাল ১২ ঘণ্টা, আজ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদের ৩ ঘণ্টা পার।