Kuntal Ghosh: 'তৃতীয় ব্যক্তি কে' ? , কুন্তলের কাছে জানতে চাইছে ইডি আধিকারিকরা | ABP Ananda

Continues below advertisement

1.ভাঙড়ে (Bhangar) অশান্তির আঁচ কলকাতায় (Kolkata)। ধর্মতলায় আইএসএফের অবরোধ। তুলতে গেলে পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষ। টেনে-হিঁচড়ে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এরপর আরও উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা (Dharmatala) চত্বর। 
ইট ছুড়তে ছুড়তে পুলিশকে তাড়া করে আইএসএফ (ISF) কর্মী-সমর্থকরা। ঘোরাল হয়ে ওঠে পরিস্থিতি। পৌঁছয় আরও পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ।

2.নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা(Tmc Leader) কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) জেরা করে ইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে দাবি, কুন্তল ঘোষ জেরায় জানিয়েছেন, তৃতীয় এক ব্যক্তি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। বিনিময়ে কুন্তল ১০% কমিশন নিয়েছেন। এই তৃতীয় ব্যক্তি কে? জানতে চাইছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, প্রাইমারির নিয়োগপত্রের জন্য ১০ কোটি ৪৮ লক্ষ টাকা এবং আপার প্রাইমারির নিয়োগ পত্রের জন্য ৩ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার টাকা তোলা হয়। এমনকী, ২০১৪ সালের টেটে পাস করানোর জন্যও ৩ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা নেওয়ার তথ্য প্রমাণ মিলেছে।নবম দশম, একাদশ দ্বাদশ ছাড়াও গ্রুপ সি ও গ্রুপ ডি-তে নিয়োগের জন্যও বেআইনিভাবে টাকা নেওয়া হয়েছে বলে ইডি সূত্রে দাবি। সম্প্রতি হুগলির এই যুব তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি দাবি করেছিলেন, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ।

3.নিয়োগ দুর্নীতি মামলায় রঞ্জন ওরফে বাগদার চন্দন মণ্ডলকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)। সূত্রের দাবি, টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন কিনা, নিয়োগ দুর্নীতিতে (Recruitmrnt Scam) কী ভূমিকা ছিল, এসব বিষয়ে প্রশ্ন করা হয় চন্দন মণ্ডলকে (Chandan mondal)। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন উপেন বিশ্বাসের সৎ রঞ্জন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram