Rail Blockade : ফের পথে আদিবাসী কুড়মি সমাজ, রেল অবরোধের জেরে বাতিল ট্রেন, চরম দুর্ভোগে যাত্রীরা

Continues below advertisement

একাধিক দাবি নিয়ে ফের পথে আদিবাসী কুড়মি সমাজ (Kurmi )। পুরুলিয়ার কুস্তাউর, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ (Rail Blockade)। রেললাইনে বসে স্লোগান, ধামসা-মাদল নিয়ে গান আদিবাসী কুড়মি সমাজের। চরম দুর্ভোগে ট্রেনযাত্রীরা। সকাল ৬টা থেকে খেমাশুলি স্টেশনে অবরোধ শুরু করেছে আদিবাসী কুড়মি সমাজ।পুরুলিয়ার কুস্তাউর স্টেশনেও রেল লাইনে উপর বসে পড়েছেন আদিবাসী কুড়মি সমাজের মানুষ। চলছে ধামসা-মাদল বাজিয়ে গানবাজনা। আদ্রা স্টেশনে বেশকিছু ট্রেন বাতিল (Train cancelled) হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram