Kurmi Protest : ১২০ ঘণ্টা পার ! কুড়মি আন্দোলনে হোঁচট রেল পরিষেবায়, বাতিল বহু ট্রেন
পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আদিবাসী কুড়মিদের আন্দোলনে (Kurmi Agitation) জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল (Trains Cancelled)। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল অবরোধের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।
আজ দক্ষিণ-পূর্ব রেলের ৯৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। খেমাশুলি ও কুস্তাউর স্টেশনে অবরোধের জেরে হাওড়া থেকে আপ ও ডাউন দুই লাইনেই মহারাষ্ট্র, গুজরাত ও ঝাড়খণ্ডগামী বেশিরভাগ ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে -
হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস,হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস
হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস, হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া-হাতিয়া এক্সপ্রেস, হাওড়া-মুম্বই মেল, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস , হাওড়া-রাঁচি এক্সপ্রেস, আসানসোল-টাটানগর এক্সপ্রেস, খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস